ফেসবুক জরিপের ভিত্তিতে সেরা পেইজ এডমিন হিসেবে নির্বাচিত হয়েছে জার্মানি প্রবাসী কাইফ খান।
ফেইসবুকের “জানেন তো ?” পেজের মাধ্যমে তথ্যবহুল বিভিন্ন আপডেট দেওয়ায় পেজটি পাঠকদের নিকট অনেক জনপ্রিয়।
জার্মানির নাগরিক হওয়া সত্বেও বাংলাদেশ কে ভালোবেসে বাংলাদেশের মানুষদেরকে অজানা অনেক তথ্য জানিয়ে যাচ্ছে কাইফ খান।
জার্মানি প্রবাসী এই তরুন একজন ভালো কণ্ঠশিল্পীও। জার্মানিতে বাংলাদেশী কমিউনিটির প্রায় সকল অনুষ্ঠানে কাইফ তার গান পরিবেশন করে সবাইকে মুগ্ধ করে। ইতিপূর্বে তার পরিবেশিত অনেক অনুষ্ঠানের সংবাদ Ntv সহ বিভিন্ন চ্যানেলে প্রচারিত হয়েছে।
কাইফ বর্তমানে জার্মানির বিজবাডেন শহরে হোটেল ম্যানেজমেন্ট এর উপর পড়াশুনা করছে।